খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সিলেটে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট মহানগর ২৪নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হাবিব আহমদ মুক্তার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (৩০ নভেম্বর) বাদ যোহর সিলেট নগরীর ৩৪ নং ওয়ার্ডের হুফফাজুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর বিএনপির সদস্য ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান, সদর উপজেলা যুবদল নেতা লিটন আহমদ, কোতোয়ালী থানা ছাত্রদল নেতা জাবির হোসাইনসহ আরও নেতাকর্মীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সোয়েব আহমদ, সহকারী শিক্ষক হাফিজ আমিনুর রশিদ, মাওলানা নোমান আহমদ, মাওলানা হিফজুর রহমান প্রমুখ।
মিলাদ শেষে মাদরাসার এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।










